নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি
জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) এর চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফটিকছড়ি থেকে লায়ন মুহাম্মদ একরামুল হককে যুগ্ম সমন্বয়ক নির্বাচিত করা হয়েছে।
৩১ অক্টোবর শুক্রবার কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিন মাস মেয়াদী বা আহবায়ক কমিটি ঘোষিত না পর্যন্ত এ সমন্বয় কমিটির অনুমতি দেন।
সাগুফতা বুশরা মিশমাকে প্রধান সমন্বয়কারী করে ৩৫ সদস্যদের চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয় কমিটি গঠন করা হয়।
নবনিযুক্ত যুগ্ম সমন্বয়ক লায়ন মুহাম্মদ একরামুল হক একজন সাবেক ব্যাংকার পাশাপাশি মফজল করিম চৌধুরী ফাউন্ডেশন এর পরিচালক। দক্ষিণ রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বর্তমান এডহক কমিটির দাতা সদস্য।
জুলাই এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। জাতীয় নাগরিক কমিটি’র ফটিকছড়ি উপজেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির গঠনের শুরু থেকে চট্টগ্রাম উত্তর জেলাকে সংগঠিত করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনয়ন দিলে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন হতে নির্বাচন করার ইচ্ছে পোষন করেন। গত কয়েকদিন হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির বিভিন্ন সংগঠকদের লায়ন মুহাম্মদ একরামুল হকের পক্ষে নির্বাচনী প্রচারনা চালাতে দেখা যায়।